সুনামগঞ্জের সীমান্ত নদী জাদুকাটা হতে এক অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে বিশ্বম্ভরপুর থানা পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজনের দেয়া তথ্যের ভিত্তিতে জাদুকাটা নদীর চিনারটেক নামক এলাকা হতে সোমবার দুপুরের দিকে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশের পরিচয় নিশ্চিত হতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মৃত ব্যক্তির পরনে থাকা লুঙ্গিতে পেঁচানো এক পুটলি গাঁজাও পাওয়া গেছে। পুলিশের ধারণা, দিন দুয়েক পূর্বে অতিরিক্ত গাঁজা সেবনে নেশাগ্রস্ত অবস্থায় ভারসাম্য হারিয়ে ওই ব্যক্তি নদীর ঢলের পানিতে ডুবে নিখোঁজ হন।